প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

টাঙ্গাইলে বিশ্ব বসতি দিবস উপলক্ষে গণপূর্ত বিভাগের র‍্যালী ও আলোচনা সভা

   
প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, ৩ অক্টোবর ২০২২

মো. রাশেদ খান মেনন, টাঙ্গাইল থেকে: বৈষম্য হ্রাসের অঙ্গীকার করি, সবার জন্য টেকসই নগর গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের যৌথ আয়োজনে বিশ্ব বসতি দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের সভাকক্ষে ৩ অক্টোবর সোমবার এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি।

গণপূর্ত বিভাগ টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আমিনুল ইসলাম, বিভাগীয় বন কর্মকর্তা সাজ্জাদুজ্জামান, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক তাহলিমা জান্নাত, হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি সাংবাদিক মো. রাশেদ খান মেনন (রাসেল), গণপূর্ত বিভাগ টাঙ্গাইলের সংশ্লিষ্ট প্রকৌশলীগণ’সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও অন্যান্য সুধীজন।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: