পঞ্চগড়ে নৌকাডুবি: নিহত পরিবারকে ১৫ লাখ টাকা সহয়তা

ছবি - সংগৃহীত
পঞ্চগড়ের মহালয়া অনুষ্ঠানে যাওয়ার পথে নৌকাডুবিতে নিহত ৯ পরিবারের সদস্যদের মাঝে দেড় লাখ টাকা আর্থিক সহায়তা বিতরণ করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। সোমবার (৩ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম এ সহায়তার চেক ও নগদ অর্থ হস্তান্তর করেন।
এ সময় বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড সদস্য জামাল উদ্দিন, জেলা প্রশাসনের কর্মকর্তা, নিহতের পরিবারের সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এদিন জেলা প্রশাসকসহ অতিথিবৃন্দ ৯টি পরিবারের মধ্যে কেউ ৩ লাখ, কেউ ২ লাখ আবার কেউ ১ লাখ, মোট ১৫ লাখ টাকা, খাদ্যসামগ্রীসহ ১ প্যাকেট নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন।
এছাড়াও এ সময় বিদ্যানন্দ ফাউন্ডেশন বোর্ডের সদস্য জামাল উদ্দিন নৌকাডুবির ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্থানীয় নাবিকদের ১৪টি লাইফ জ্যাকেট বিতরণ করেন।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের পর্ষদ সদস্য জামাল উদ্দিন বলেন, দেশের দুর্যোগ ও দারিদ্রে অসহায় মানুষকে সব সময় আর্থিক সহায়তা দিয়ে থাকি। আমাদের প্রকল্প মানবাধিকার এবং দায়িত্বের উপর ভিত্তি করে। আগামীতে নৌকাডুবিতে যারা মারা গেছে তাদের পরিবারের পাশে থাকবে আমাদের ফাউন্ডেশন।
আশরাফুল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: