প্রচ্ছদ / বিনোদন / বিস্তারিত

বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে আসছে ‘ব্যাচেলর ফুটবল’

   
প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, ৩ অক্টোবর ২০২২

হালের জনপ্রিয় নাট্য নির্মাতা কাজল আরেফিন অমি কিছুদিন আগেই জানিয়েছিলেন, আসছে বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে বিশেষ নাটক নির্মাণ করবেন তিনি। নাটকের নামও বলে দেন-‘ব্যাচেলর ফুটবল’।

গত চারদিন ধরে সেই নাটকের শুটিং করছেন অমি। সোমবার (৩ অক্টোবর) সামাজিক মাধ্যমে নাটকটির শুটিংয়ের ছবিও প্রকাশ করেছেন তিনি। ছবিতে যেখা যাচ্ছে তার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের তারকারা ব্রাজিল ও আর্জেন্টিনা এই দুটি দলে বিভক্ত হয়ে মাঠে খেলতে নেমেছেন।

যেখানে ব্রাজিলের নেতৃত্বে আছেন জিয়াউল হক পলাশ আর আর্জেন্টিনার নেতৃত্বে মিশু সাব্বির। তাদের সঙ্গে ব্রাজিল-আর্জেন্টিনার জার্সি গায়ে খেলতে নেমেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের অন্য অভিনেতারা। আর রেফারির ভূমিকায় রয়েছেন নির্মাতা কাজল আরেফিন অমি নিজেই। এ বিষয়ে অমি জানান, তিনি এখন নাটকের শুটিং নিয়ে ব্যস্ত আছেন। পরে এ বিষয়ে বিস্তারিত জানাবেন।

তবে জানা গেছে, বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল চলাকালীন সময়ে সবচেয়ে আলোচনায় থাকা দুই বল ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের কথা ভেবেই হাসির এই নাটকটি নির্মাণ করেছেন তিনি। যেখানে তুলে ধরা হবে এই দুই দলকে ঘিরে ভক্তদের মজার সব কাণ্ড।

ইমদাদ/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: