প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত

সংবিধানের আলোকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব: ব্রিটিশ হাইকমিশনার

   
প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, ৩ অক্টোবর ২০২২

ছবি - সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেছেন, বাংলাদেশের একটি সুন্দর সংবিধান রয়েছে। এই সংবিধানের আলোকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। বন্ধুপ্রতিম দেশ হিসেবে আমরা বলতে পারি একটি অংশগ্রহণমূলক নির্বাচন বাংলাদেশে আরও উন্নয়ন বয়ে আনতে পারে। সোমবার (৩ অক্টোবর) বিকেলে সাভার জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্রিটিশ হাইকমিশনার এসব কথা বলেন।

রবার্ট চ্যাটারটন ডিকসন বলেন, আমরা বাংলাদেশ থেকে প্রতি বছর তিন বিলিয়ন পাউন্ড মূল্যের পণ্য আমদানি করি। সাভারেই অনেক পোশাক পণ্য তৈরি হয়। আমাদের দেশ থেকে বাংলাদেশে অনেক জিনিস রপ্তানি হয়। আমাদের মধ্যে ভালো সম্পর্ক আছে। হাই কমিশনার হিসেবে আমি চাই এই এলাকাটি আরও বড় ও সুন্দর হোক। আমি সেদিকে গভীর মনোযোগ দিয়েছি। আমাদের সম্পর্কের একটি সত্যিই ভাল ভিত্তি আছে।

ব্রিটিশ হাইকমিশনার বলেন, বন্ধুদেশ হিসেবে আমরা বলতে পারি, একটি অংশগ্রহণমূলক নির্বাচন বাংলাদেশকে আরও বিকশিত করতে পারে। আমরা বিশ্বাস করি বাংলাদেশ দ্রুত আরও উন্নয়নের পথে এগিয়ে যাবে। এ ছাড়া স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশগুলোকে প্রজেক্টেড বিদেশি বিনিয়োগের জন্য জাতিসংঘ ২০২৬ সালের মধ্যে বাংলাদেশকে যে সময়-সীমা বেঁধে দিয়েছে তার জন্য হলেও গ্রহণযোগ্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন জরুরি।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম, আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার আনোয়ার হোসেন, স্মৃতিসৌধের সহকারী প্রকৌশলী মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

আশরাফুল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: