প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

লোহাগাড়ায় পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার

   
প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, ৩ অক্টোবর ২০২২

আরিফুল ইসলাম রিফাত, লোহাগাড়া (চট্টগ্রাম) থেকে: লোহাগাড়ায় পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস.এম. শফিউল্লাহ, বিপিএম। সোমবার (৩ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করে নিম্ন আয়ের মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেন তিনি।

এ সময় তিনি পূজা আয়োজক কমিটি এবং মণ্ডপে আগতদের সাথে মতবিনিময়কালে, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন করার আহবান জানান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোহাম্মদ জাহাঙ্গীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মো. আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. শিবলী নোমান, লোহাগাড়া থানার ওসি আতিকুর রহমান। এছাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা এবং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্রী নিবাস দাশ সাগর, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান এসএম ইউনুছ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রসেনজিৎ পাল, সিনিয়র সহ-সভাপতি ডা. রিটন দাশ, সাধারণ সম্পাদক মাস্টার নরেন দাশ প্রমুখ।

শাকিল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: