প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত

থানাকে জনগণের আস্থার জায়গা বানাতে চাই: আইজিপি

   
প্রকাশিত: ১:৫০ অপরাহ্ণ, ৪ অক্টোবর ২০২২

ছবি - সংগৃহীত

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, বাংলাদেশ পুলিশের দুর্নীতিতে জিরো টলারেন্স নিশ্চিত করতে চায়। থানাকে জনগণের আস্থার জায়গা হিসেবে গড়ে তুলতে চাই। থানার উপর পুলিশের ভাবমূর্তি নির্ভর করে।

মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেলে পুলিশ সদর দফতরে আয়োজিত নবনিযুক্ত আইজিপির সংবাদ সম্মেলন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জনগণের সঙ্গে ভালো আচরণ করতে এবং জনগণের কথা শুনে আইনগত ব্যবস্থা নিতে মাঠপর্যায়ে নির্দেশনা দিয়েছি।

পুলিশের মহাপরিদর্শক বলেন, বাংলাদেশ পুলিশ দেশের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করতে পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে বাংলাদেশ পুলিশ।

আশরাফুল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: