রেলগেটে কুকুরের নিয়ম মানার ছবি ভাইরাল

গতকাল বিকেল পৌনে ৪টা। রেলগেটে বার নামিয়ে দিলেন গেটম্যান। বন্ধ হয়ে গেল যানসহ পথচারী চলাচল। এ সময় রেললাইনের উভয় পাশে অসংখ্য মানুষ আর যানবাহন অপেক্ষায় রয়েছে। হঠাৎ এক পাশে একটি কুকুরকে দেখা গেল। সেও রেললাইনের পাশে দাঁড়িয়ে রয়েছে। এসময় বেশ কিছু মানুষ নিয়ম লঙ্ঘন করে বারের নিচ থেকে পার হয়ে যায়। কিন্তু পার না হয়ে দাঁড়িয়ে থাকল কুকুরটি।অপেক্ষা করছে কখন ট্রেনটি চলে যাবে। গতকাল সোমবার (০৩ অক্টোবর) বিকেলে নাটোর রেলস্টেশনের পাশের রেলগেটে এমনই দৃশ্য চোখে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা জায়, গতকাল বিকেলে নাটোর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে রাজশাহী থেকে এসে থামে উত্তরা ট্রেন। এরপর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী অপর একটি ট্রেন রেলস্টেশন ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকে। এই কারণে প্রায় ১০-১২ মিনিট রেলগেট বন্ধ থাকে। এই সময় আইন মেনে লোকজনের সঙ্গে চুপচাপ দাঁড়িয়ে থাকে একটি কুকুর। কুকুরটিকে এভাবে নিয়ম মানতে দেখে একজন বেশ কয়েকটি ছবি তোলেন। ট্রেন রেলগেট অতিক্রম করার পর গেটম্যান বার তুলে দিলে কুকুরটি বাম দিক দিয়ে রেললাইন পার হয়ে চলে যায়।
পরবর্তীতে প্রত্যক্ষদর্শী এক ব্যাক্তি নিজের ফেসবুক আইডিতে ওই ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, আজ দেখলাম প্রায় ১০ মিনিট নাটোর রেলক্রসিং বন্ধ থাকায় একটি কুকুর আইন মেনে দাঁড়িয়ে আছে। ট্রেন পার হওয়ার পর সে নিজ গতিতে চলে যায়। যা আমরা মানতে পারি না। এরপর থেকেই নিয়ম মানার জন্য কুকুরটি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রশংসায় ভাসছেন।তিনি আরও বলেন, এমনভাবে প্রত্যেকেই যদি আইন মানে তবে রেলগেটে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকত না।
রেজানুল/সা.এ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: