প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

শাহীন মাহমুদ রাসেল

কক্সবাজার প্রতিনিধি

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি: নিহত ননদ, আহত ভাবী

   
প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, ৪ অক্টোবর ২০২২

কক্সকাজারের উখিয়ার আশ্রয় শিবিরে রোহিঙ্গা দূর্বৃত্তদের সঙ্গে এপিবিএনের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে গৃহবধু। তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) ভোররাতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১৮ নম্বর ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্পের এইচ-৫২ ব্লকে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম তাসদিয়া আক্তার (১১)। সে ১৮ নম্বর ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্পের এইচ-৫২ ব্লকের মো. ইয়াছিনের মেয়ে। আহত হয়েছে একই ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ নুর এর স্ত্রী দিল আয়াছ (১৮)। হতাহতরা সম্পর্কে ননদ-ভাবী।

বিষয়টি নিশ্চিত কনেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এডিআইজি মো. আমির জাফর।

স্থানীয়দের বরাত দিয়ে এডিআইজি আমির জাফর বলেন, মঙ্গলবার ভোররাতে উখিয়ার ১৮ নম্বর ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্পের এইচ-৫২ ব্লকে একদল দূর্বৃত্ত দেশিয় অস্ত্র নিয়ে অতর্কিত বিভিন্ন বসত ঘরে হামলা শুরু করে। এক পর্যায়ে ওই ক্যাম্পের রোহিঙ্গাদের লক্ষ্য করে এলোপাতাড়ী গুলি ছুড়ে দূর্বৃত্তরা। এতে শিশুসহ দুই জন আহত হয়। পরে খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। এসময় দূর্বৃত্তরা এপিবিএন সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে এপিবিএন সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে দূর্বৃত্তরা পালিয়ে যায়।

এপিবিএন অধিনায়ক আরোও বলেন, দূর্বৃত্তরা পালিয়ে যাওয়ার পর ঘটনাস্থল থেকে আহত দুইজনকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাসদিয়া আক্তার নামের এক শিশুকে মৃত ঘোষণা করেন। আহত অপর জনের অবস্থা আশংকজনক হওয়ায় তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, ভোররাতে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গুলিবিদ্ধ অবস্থায় নিহত এক রোহিঙ্গা মেয়ে শিশুর লাশ পুলিশ উদ্ধার করেছে। লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এদিকে ঘটনার পর থেকে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে এপিবিএন পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান এডিআইজি মো. আমির জাফর।

শাকিল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: