প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

মাসুদ রেজা শিশির

রাজবাড়ী প্রতিনিধি

এক বাগাইড় ২৪ হাজারে বিক্রি!

   
প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, ৪ অক্টোবর ২০২২

ছবি - প্রতিনিধি

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মায় জেলের জালে বিশাল আকৃতির একটি বাগাইড় মাছ ধরা পরেছে। ওজন দিয়ে দেখা গেছে মাছটির ওজন ২০ কেজি একশ’ গ্রাম। মঙ্গলবার দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে পদ্মা নদীতে জেলে সাত্তার হলধরের জালে মাছটি ধরা পরে। এ সময় মাছটিকে স্থানীয় আড়তে নিয়ে আসলে এক নজর দেখতে ভিড় করে স্থানীয় উৎসুক জনতা।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাটের শাসিল সোহন মৎস্য আড়তের মালিক শাহজাহান মিয়া জানান, মঙ্গলবার পদ্মায় জাল ফেলে জেলে সাত্তার হলধরের জালে সকাল আটটার দিকে মাছটি ধরা পড়ে। মাছটিকে আড়তে নিয়ে আসলে নিলামে এক হাজার দুইশ’ টাকা কেজি দরে মোট ২৪ হাজার টাকায় তিনি কিনে নেন। সেই সাথে মাছটিকে বিক্রির জন্য ঢাকার বড় বড় ব্যবসায়ীর সাথে যোগাযোগ করা হচ্ছে। আপাতত মাছটিকে ফেরিঘাটের পল্টুনের সাথে বেধে রাখা হয়েছে।

গোয়ালন্দ উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা রেজাউল শরিফ বিডি ২৪ লাইভ.কমকে বলেন পদ্মা নদীর দৌলতদিয়া ফেরি ঘাটে এ বছর বেশ কিছু বড় আকৃতির মাছ ধরা পড়েছে। আগামী ৭ অক্টোবর থেকে আবার পদ্মা ইলিশ রক্ষা অভিযান হবে। এ সময়ে বড় মাছ পেয়ে জেলেরা উপকৃত হচ্ছে।

আশরাফুল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: