জুয়ার আসরে ধাওয়া খেয়ে পদ্মায় নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি
নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে মো. কামরুল ইসলাম রানা (৪২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৪ অক্টোবর ২০২২) বেলা দুইটার দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর নামক পদ্মা নদীর ঘাটে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি পাবনার ঈশ্বরদীর গোকুলনগর গ্রামের মৃত আ. আজিজ রান্টুর ছেলে। লালপুর থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা দুইটার দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর নামক পদ্মা নদীর ঘাটে এলাকাবাসী
মো. কামরুল ইসলাম রানার (৪২) লাশ দেখতে পায়। তা উদ্ধার করে রিজভী কনস্ট্রাকশন ইয়ার্ডের উপরে নিয়ে এসে লালপুর থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ থানায় নিয়ে আসে। নাম প্রকাশে অনিচ্ছু ক স্থানীয়রা বলেন, প্রশাসনের লোক পরিচয়ে অজ্ঞাত কয়েকজন জুয়ার আসরে ধাওয়া করলে তারা নদীতে ঝাঁপ দেয়। পরে নিখোঁজ একজনের লাশ উদ্ধার করা হয়।
ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু বলেন, তিনি শুনেছেন সোমবার সন্ধ্যায় পদ্মার চরে একটি বাগানে চারজন জুয়া খেলছিলেন। এ সময় র্যাব ধাওয়া করেছে আতঙ্কে তারা নদীতে ঝাঁপ দেন। এ ঘটনায় তিনজন সাঁতরে কূলে উঠলেও একজন নিখোঁজ হন। মঙ্গলবার দুপুরে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন বলেন, ঘটনাস্থালে র্যাবের কোন অভিযান পরিচালনা করা হয়নি।
সালাউদ্দিন/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: