প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

মোঃ শাকিল শেখ

সাভার করেসপন্ডেন্ট

জাতীয় স্মৃতিসৌধের সিগনেচার পয়েন্টে গাছ পড়ে যুবকের মৃত্যু, আহত ১

   
প্রকাশিত: ৮:৫৪ পূর্বাহ্ণ, ৫ অক্টোবর ২০২২

প্রতিকি ছবি

ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধের ভিতরে মাথায় গাছ পড়ে সায়মুন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরেক নারী দর্শনার্থী। মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়।বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় স্মৃতিসৌধের দায়িত্বে থাকা সাভার গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান।

এর আগে বিকেলে স্মৃতিসৌধ প্রাঙ্গণের সিগনেচার পয়েন্টের পাশে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত নারীকে গণস্বাস্থ্য কেন্দ্র সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

এবিষয়ে জাতীয় স্মৃতিসৌধের নিরাপত্তার দায়িত্বে থাকা বাংলাদেশ আনসার বাহিনীর প্লাটুন কমান্ডার মিজানুর রহমান বলেন, সিগনেচার পয়েন্টের পাশে থাকা সারিবদ্ধ বড় বড় গাছের নিচে দাঁড়িয়ে ছিলেন দুই দর্শনার্থী এসময় গাছটি তাদের মাথায় পড়ে যায়। ধারণা করা হচ্ছে মাটি নরম থাকায় গাছটি নিচ থেকে উপড়ে পড়েছে।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: