তরুণ ও নারী উন্নয়নে কাজ করতে চাই: মহিলা সদস্য প্রার্থী সেলিনা আকতার

জামালপুর জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বিভিন্ন ওয়ার্ডে প্রার্থীরা ভোটারদের মনজয় করতে নানারকম প্রচারণা চালাচ্ছেন। ভোটারদের আকৃষ্ট করতে তাদের দিচ্ছেন বিভিন্ন আশ্বাস। মূলত জেলা পরিষদ নির্বাচনে ভোটার হচ্ছেন জেলার নির্বাচিত বিভিন্ন জনপ্রতিনিধিগণ। প্রার্থীরা ভোটার জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন এবং তাদের ভোট কামনা করছেন। প্রার্থীদের কর্মী সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে চালাচ্ছেন প্রচার প্রচারণা।
জামালপুর জেলা পরিষদ ৭টি ওয়ার্ড নিয়ে গঠিত। প্রতিটি ওয়ার্ডে একজন সদস্য নির্বাচিত হবেন এবং সংরক্ষিত আসনে তিন (৩) জন নারী নির্বাচিত হবেন। এদের সর্বোচ্চ পদ হচ্ছেন চেয়ারম্যান। ইতিমধ্যেই এ জেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট বাকি বিল্লাহ নির্বাচিত হয়েছেন।
অন্যান্য সকল প্রার্থীদের মধ্যে ব্যতিক্রমী প্রচারণা দিয়ে আলোচনায় রয়েছেন ১ নং সংরক্ষিত আসনের প্রার্থী সেলিনা আকতার। তার নির্বাচনী প্রতীক ফুটবল। সেলিনা আকতার ভোটারদের কাছে ইতিমধ্যেই জনপ্রিয়তা অর্জন করেছেন। ভোটারদের কাছে জনপ্রিয়তার কারণে তার বিজয় কিছুটা নিশ্চিত ভাবছেন সাধারণ ভোটারগণ।
জেলার যুবক, তরুণ ও নারীদের উন্নয়নে কাজ করতে চান নারী প্রার্থী সেলিনা আকতার। নারী ও তরুণ বেকাররা বর্তমান সমাজে অবহেলিত। তাদের কর্মসংস্থান ও উদ্যোক্তার প্রশিক্ষণ দিলে তারা দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। সেলিনা আকতার নির্বাচিত হলে তাদের উন্নয়নে কাজ করতে চান। তার এই কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন উপজেলার ভোটারগণ।
নারী প্রার্থী সেলিনা আকতার বলেন, জেলায় প্রায় তরুণ ও নারীরা বেকার, হতাশাগ্রস্থ ও সাবলম্বীহীন। আমি চাই এসব মানুষদের জন্য কিছু করতে। তারা যেন নিজেদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে এবং সেইসাথে দেশের জন্য অর্থনৈতিক উন্নয়ন এনে দিতে পারে।
তিনি আরো বলেন, আমি নির্বাচিত হলে নারীদের উন্নয়নে কাজ করে যাব। সমাজে এখনো অনেক নারী আছে যারা নির্যাতনের শিকার হয় কিন্তু সমাজের ভয়ে তারা বলতে পারেন না। সেইসব নারীদের পাশে থেকে তাদের সাহস জোগাতে চাই। আমি দেওয়ানগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র ছিলাম। তখন আমার কাজের পরিধি ছিল অল্প। এখন আমি ব্যাপকভাবে আমার কার্যক্রম পরিচালনা করতে চাই। পিছিয়ে পরা সমাজকে উন্নয়নের দিকে অগ্রসর করতে আমাকে ফুটবল প্রতীকে ভোট দিন।
মহিলা প্রার্থী সেলিনা আকতার বর্তমানে জামালপুর জেলা যুব মহিলা লীগের সহ সভাপতির দায়িত্ব পালন করছেন। দেওয়ানগঞ্জ পৌরসভার সদ্য সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলরের দায়িত্ব অত্যন্ত দক্ষতার সাথে পালন করেছেন তিনি। এর আগে বাহাদুরাবাদ ইউনিয়নের সদস্য এর দায়িত্ব পালন করেন। সেই সাথে জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত রয়েছেন।
উল্লেখ্য যে, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও ইসলামপুর আংশিক উপজেলা নিয়ে গঠিত ১ নং সংরক্ষিত ওয়ার্ড। আগামী ১৭ অক্টোবর জামালপুর জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ষষ্ঠতম কমিশন সভা শেষে গত ২৩ আগস্ট বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ নির্বাচনের এ তফসিল ঘোষণা দেন।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: