বগুড়ায় সড়ক দূর্ঘটনায় শিশু সন্তান নিহত, বাবা-মা আহত

প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২২, ০৪:১৮ পিএম

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় সোহাগ(৮) নামে এক মোটরসাইকেল আরোহী শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা-মা গুরুতর আহত হয়েছেন। নিহত সোহাগ নওগাঁর মান্দার একরামুলের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া ছিলিমপুর ফাঁড়ির ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে দুপচাঁচিয়া উপজেলার বাজারদিঘী এলাকায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় মোটরসাইকেলযোগে একরামুল তার স্ত্রী ও সন্তান সোহাগকে নিয়ে নওগাঁ যাচ্ছিলেন। পথিমধ্যে একরামুল নিয়ন্ত্রণ হারিয়ে দুপচাঁচিয়ার বাজারদিঘী এলাকায় দাঁড়িয়ে রড বোঝাই একটা ট্রাক্টরের পিছনে ধাক্কা মারে। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই গুরুতর আহত হয়।

তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসকরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করেন। শজিমেকে নেয়ার পর একরামুলের ছেলে সোহাগ মারা যায়। ছিলিমপুর ফাঁড়ির ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান জানান, হাসপাতালে নেয়ার পর সোহাগের মৃত্যু হয়। নিহতের বাবা মা গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: