সম্পত্তি লিখে না দেওয়ায় পিতার হাত ভেঙে দিলো ছেলে

নড়াইলে সম্পত্তি লিখে না দেওয়ায় আপন জন্মদাতা পিতাকে পিটিয়ে হাত ভেঙে দিয়েছে ছেলে কাজী জাহাঙ্গীর ইসলাম ভুট্টো। গত সোমবার নড়াইল সদর উপজেলার ধোন্দা গ্রামে এ ঘটনা ঘটে। আহত পিতা কাজী রবিউল ইসলাম বর্তমানে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, নড়াইল সদর উপজেলার ধোন্দা গ্রামে কাজী রবিউল ইসলামের বড় ছেলে,কাজী জাহাঙ্গীর ইসলাম ওরফে ভুট্টো কিছুদিন ধরে বাবার সম্পত্তি জবর দখল করে বসবাস করে আসছে এবং বাবাকে সেই সম্পত্তি লিখে দেওয়ার জন্য বিভিন্ন সময়ে চাপ সৃষ্টি করে আসছে, কিন্তু বাবা এতে রাজি না হওয়ায় ওইদিন সকালে আপন চাচাত ভাই কাজী শরিফুল ইসলাম ওরফে এটমকে সাথে নিয়ে বাবার উপরে অতর্কিত হামলা চালায়।
এ সময় ছোট ছেলে কাজী রোমেল ঘটনাস্থলে আসলে তার উপরও হামলা চালিয়ে আহত করে ও বাবাকে নির্দয়ভাবে পিটিয়ে হাত ভেঙে দেয় ছেলে জাহাঙ্গীর। বর্তমানে ৭০ বছরের বৃদ্ধ পিতা রবিউল ইসলাম এবং তার ছোট ছেলে রোমেল নড়াইল সদর হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। রবিউল ইসলামের দাবি এরকম, কুলাঙ্গার ছেলে যেন আর কারো না হয় এবং তিনি কঠোর বিচার দাবি করেছেন প্রশাসনের কাছে।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন এ বিষয়ে এখনও কোন অভিযোগ পায়নি তবে অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নাঈম/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: