প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

ভ্যান থেকে ছিটকে প্রাণ গেল শিশুর, হাসপাতালে মা

   
প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, ৫ অক্টোবর ২০২২

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ৯ মাসের এক শিশু নিহত হয়েছে। একই দুর্ঘটনায় আহত হয়েছে নিহত শিশুর মা। আজ বুধবার (৫ অক্টোবর) বেলা ১১টার দিকে পৌর এলাকার জীবননগর-তেঁতুলিয়া সড়কের একটি চাতালের সামনে এ ঘটনা ঘটে। নিহত শিশু জীবননগর পৌর এলাকার শাপলাকলিপাড়ার রুবেল হোসেনের ছেলে আব্দুর রহমান। আহত শিশুটির মা শান্তা খাতুন।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ ‍সকালে শিশুকে নিয়ে পাখিভ্যানে করে বাবার বাড়ি তেঁতুলিয়া গ্রামে যাচ্ছিলেন শান্তা। এ সময় জীবননগর-তেঁতুলিয়া সড়কের হাসেম মিয়ার চাতালের সামনে পৌঁছালে পাখিভ্যানটি ভেঙে গেলে ভ্যান থেকে পাকা রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন শান্তা ও তার ছেলে আব্দুর। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। তবে গুরুতর আহত শান্তার হাসপাতালে চিকিৎসা চলছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শিশু আব্দুর রহমানের মাথায় প্রচণ্ড আঘাত লাগায় হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। মা শান্তা খাতুনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, নিহত শিশুর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রেজানুল/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: