গ্রীনবাংলার আয়োজনে সৌদি আরবে দিনব্যাপী স্পোর্টস ফেস্টিভ্যাল

সৌদি আরবের ঐতিহ্যবাহী বাংলাদেশী ক্রীড়া সংগঠন গ্রীনবাংলা ক্রিকেট টীমের আয়োজনে দিনব্যাপী স্পোর্টস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। রিয়াদের আরকান ইনডোর স্পোর্টস ফ্যাসিলিটিতে ডিমসি গ্রুপের পৃষ্ঠপোষকতায় এই ফেস্টিভ্যাল আয়োজন করা হয়।
ফেস্টিভ্যালে ১২টি করে ক্রিকেট ও ফুটবল টীম এবং ১৬টি ব্যাডমিন্টন টীম অংশ নেয়। তাছাড়া ফেস্টিভ্যালে আগত অতিথি দর্শক মহিলা ও বাচ্ছাদের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনও করা হয়। সকল প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করেন, ফেস্টিভ্যালের প্রধান অতিথি সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী (বিপিএম-বার)।
গ্রীনবাংলার মিডিয়া ও মার্কেটিং ম্যানেজার ফখরুল ইসলামের সঞ্চালনায় টীম ম্যানেজার আল আমিন খান এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দূতাবাসের উপ মিশন প্রধান আবুল হাসান মৃধা, দূতাবাসের ইকোনোমিক কাউন্সিলর মর্তুজা জুলকার নাইন নোমান, প্রেস উইংয়ের প্রথম সচিব ফখরুল ইসলাম, লেবার উইংয়ের প্রথম সচিব আলমগীর হোসাইন, ডিএমসি গ্রুপের এমডি আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজ বাংলা শাখার বিওডি চেয়ারম্যান মোহাম্মদ শোয়াইব।
এছাড়াও ফেস্টিভ্যালে উপস্থিত ছিলেন রিয়াদ বাংলাদেশ কমিউনিটির সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও প্রিন্ট, ইলেকট্রনিক প্রিন্ট, অনলাইন মিডিয়া কর্মীরা।
শাকিল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: