প্রচ্ছদ / স্পোর্টস / বিস্তারিত

তৃষ্ণার হ্যাটট্রিকে বাংলাদেশের বিশাল জয়

   
প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, ৬ অক্টোবর ২০২২

ছবি - সংগৃহীত

থাইল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে এশিয়া কাপ শুরু করা বাংলাদেশ পাকিস্তানের কাছে হেরেছে অপমানজনকভাবে। সেই অপমানজনক হারের পর নাইজার সালতানাত মালয়েশিয়ার বিরুদ্ধে ঘুরে দাঁড়ায়। বৃহস্পতিবার (৬ অক্টোবর) ফারিহা তৃষ্ণার হ্যাটট্রিকে মালয়েশিয়াকে ৮৮ রানে হারিয়েছে টাইগ্রেসরা। বাংলাদেশের ১২৯ রানের জবাবে মালয়েশিয়া ৪১ রানে অলআউট হয়।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে ফারিহা-রুমানদের বোলিংয়ে বিধ্বস্ত হয় মালয়েশিয়া। এটি ছিল ইনিংসের ষষ্ঠ ওভার। অভিষিক্ত ফারিহা নিজের তৃতীয় ওভার বল করতে আসেন। প্রথম বলেই দেন এক রান। দ্বিতীয় বলেই তুলে নেন উইনিফ্রেড দুরাইসিঙ্গামের উইকেট। সরাসরি ৫ রানে বোল্ড আউট হন এই ওপেনার। ফারিহার তৃতীয় বলে এলবিডব্লিউর শিকার হন মাস এলিসা।

ওভারের চতুর্থ বলে, ক্রিজে নেমে ইজ্জাতি ইসমাইলকে ওভার থেকে উইকেটে দুর্দান্ত ইন-সুইঙ্গার ফিরিয়ে দেন ফারিহা। গোল্ডেন ডাক দিয়ে ফিরে যান মালয়েশিয়ার ব্যাটার। পরের দুই বলে আর কোনো রান খরচ করেননি ফারিহা। টাইগ্রেসদের বোলিংয়ে মালয়েশিয়ার কোনো ব্যাটসম্যানই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। সর্বোচ্চ ৯ রান করেন নূর আরিয়ানা ও এলসা হান্টার।

বাকিদের মধ্যে হামিজাহ হাশিম 8 রান, উইনিফ্রেপ দুরাইসিংগাম ৫ রান, আইনা নাওজা ৫ রান এবং শাশা আজমি ৪ রান করেন। শূন্য রানে আউট হয়েছেন দলের পাঁচ ব্যাটসম্যান। বাংলাদেশের হয়ে তৃষ্ণা নেন ৩ উইকেট। ২টি করে উইকেট নেন রুমানা আহমেদ, ফাহিমা খাতুন ও সানজিদা আক্তার। তার আগে টাইগ্রেসরা ৫ উইকেট হারিয়ে ১২৯ রান করে। শুরুতেই ধীরগতির ব্যাটিংয়ে চাপে ছিল নেগারা সুলতানা জ্যোতিবাহিনী। ১৪ ওভার শেষে, রান ছিল মাত্র ৬৯, যদিও তখনো হাতে ছিল ৮ উইকেট।

এরপর মুর্শিদা খাতুন এবং নাইজারের সুলতানা জ্যোতি একত্রিত হয়ে দলকে একটি সম্মানজনক গোল উপহার দেন। দুজনেই তুলে নেন ফিফটি। তৃতীয় উইকেটে ৬৩ বলে ৮৭ রানের দুর্দান্ত জুটি গড়েন তারা। মুর্শিদা ৩৪ বলে ৬ বাউন্ডারি ও ১ ছক্কায় ৫৩ রানের ইনিংস খেলেন। অধিনায়ক নিগার সুলতানা ৫৪ বলে ৬ চারের সাহায্যে ৫৬ রান করেন।

আশরাফুল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: