প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

মোঃ আনোয়ার হোসেন আকাশ

রাণীশংকৈল প্রতিনিধি

রাণীশংকৈলে বরযাত্রীসহ মাইক্রোবাস খাদে, নিহত ১

   
প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, ৬ অক্টোবর ২০২২

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে বিয়ে-বাড়ি যাওয়ার পথে বরযাত্রী সহ একটি মাইক্রোবাস রাস্তা থেকে খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা যাত্রীরা গুরুতরভাবে আহত হয়। পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেন স্থানীয়রা৷ এতে এখন পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শামীমা আক্তার (৪৮) নামে এক নারী। এছাড়াও আহত অবস্থায় আরো পাঁচজন চিকিৎসাধীন আছেন৷

বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরের দিকে জেলার রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বলিদ্বারার রামপুর ব্রীজের পূর্ব পাশে এ দূর্ঘটনাটি ঘটে৷ নিহত শামীমা আক্তার চন্দ্র ধামরাই ঢাকার বাসিন্দা ও আহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। দূর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল।

স্থানীয়দের বরাতে ওসি জানান, মাইক্রোবাসটি বিয়ে বাড়ির উদ্দেশ্যে ঢাকা থেকে হরিপুরের উদ্দেশ্যে যাওয়ার পথিমধ্যে দূর্ঘটনাটি ঘটে। রাণীশংকৈল উপজেলার বলিদ্বারা রামপুর ব্রীজটি পার হওয়ার পর রাস্তায় গরু ও ছাগলের জন্য চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িসহ খাদে পরে যায়। এতে গাড়িতে থাকা কয়েকজন আহত হয়৷ পরে সকল আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়। তাদের মধ্যে একজন মহিলা গুরুতর আহত হয়ে মারা গেছেন। বাকীদের চিকিৎসা চলছে।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: