প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

নদীতে মাছ ধরতে গিয়ে উল্টে গেল নৌকা, প্রাণ হারালেন ২ যুবক

   
প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, ৬ অক্টোবর ২০২২

ছবি : সংগৃহীত

দিনাজপুরের বোচাগঞ্জে নদীতে মাছ ধরতে নেমে নৌকা থেকে পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলার টাঙ্গন নদীর রানীঘাট থেকে একজনের এবং বিকাল সাড়ে ৪টায় একই ঘাট থেকে আরেকজনের লাশ উদ্ধার হয়।

নিহতরা হলেন-বিরল উপজেলার শাবুল গ্রামের মইনুল হোসেনের ছেলে শামীম হোসেন (২১) ও একই উপজেলার কামাত নোনা গ্রামের লুৎফর রহমানের ছেলে নাজমুল হক (৩৭)। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে বোচাগঞ্জের টাঙ্গন নদীর রানীঘাটে মাছ ধরতে নামে স্থানীয়রা। বিরল উপজেলার শামীম ও নাজমুল হকসহ কয়েকজন নৌকায় উঠে জাল দিয়ে মাছ ধরছিলেন। বেলা ১১টার দিকে জাল ফেলার সময় নৌকা থেকে পড়ে নিখোঁজ হন তারা।

পরবর্তীতে স্থানীয়রা খোঁজাখুঁজি করে ঘটনার আধা ঘণ্টা পর নাজমুলের মরদেহ উদ্ধার করে। তবে শামীমের খোঁজ না পাওয়ায় বিষয়টি বোচাগঞ্জ ফায়ার সার্ভিসকে জানানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালিয়ে বিকাল সাড়ে ৪টায় শামীমের লাশ উদ্ধার করেন। বোচাগঞ্জ থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, জাল ফেলার সময় নৌকা উল্টে নদীতে পড়ে নিখোঁজ হন তারা। পরে মরদেহ উদ্ধার করা হয়। কোনও অভিযোগ না থাকায় তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

রেজানুল/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: