পাইকগাছায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ছবি: প্রতিকি
তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) থেকে: খুলনার পাইকগাছায় পানিতে পড়ে সিয়াম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের শোকের মাতাম চলছে। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, উপজেলার চাঁদখালী ইউনিয়নের উত্তর গড়েরাবাদ গ্রামের আশরাফুল মোল্লার শিশু পুত্র সিয়াম (৩) শুক্রবার সকাল ৮টার দিকে বাড়িতে খেলা করছিল।
এ সময় উঠানে বসে সিয়ামের মা মাছ কাটছিল। ছেলেকে হঠাৎ না দেখতে পেয়ে খুঁজতে গিয়ে দেখে ছেলে পুকুরের পানিতে হাবুডু খাচ্ছে। সিয়ামের মায়ের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে মারাত্মক অসুস্থ অবস্থায় পুকুর থেকে উপরে তোলে। এরপর অসুস্থ অবস্থায় দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। এ ঘটনায় পাইকগাছা থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে ওসি মোঃ জিয়াউর রহমান জানিয়েছেন।
সালাউদ্দিন/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য: