প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

বড়াইগ্রামে হাসুয়ার কোপে ভাই-বোন হাসপাতালে

   
প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, ৭ অক্টোবর ২০২২

মোতালেব হোসেন, বড়াইগ্রাম (নাটোর) থেকে: নাটোরের বড়াইগ্রামে হাসুয়ার কোপে জ্যাঠাতো ভাই মোতালেব প্রামানিক (৫০) ও সহোদর বোন সমেজান খাতুনকে (৪৩) হত্যার চেষ্টা করে আতাহার আলী (৪৭)। উপজেলার বড়াইগ্রাম পৌরসভার গোয়ালফা গ্রামে বৃহষ্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত মোতালেব উপজেলার গোয়ালফা গ্রামের মৃত আকসেদ আলীর পুত্র এবং হত্যা চেষ্টাকারী একই গ্রামের চাচাতো ভাই মকসেদ আলীর পুত্র আতাহার আলী।

স্থানীয়রা জানান, আতাহার আলী দুই বছর আগে তার গর্ভের পলি (২০) ও পপি (১০) নামের দুই মেয়ে থাকা সত্বেও স্ত্রী পলাশীকে তালাক দেয়। গত ছয় মাস যাবত আতাহার আলী প্রতিবেশী বা নিকট আত্মীয় স্বজনদের মেয়েদের সরাসরি বা ঘটকের মাধ্যমে বিয়ের প্রস্তাব দিয়ে আসছে। আবার কোন সময় পথে-ঘাটে মেয়েদের উত্তক্ত করে আসতেছিল। তার এ অপকর্মকান্ড থেকে বিরত করার জন্য ও তাকে বুঝানোর জন্য মতালেব হোসেন ও বোন সমেজান আতাহারের বাড়িতে যায় রাত ৮ টার দিকে। তাদের কথাপোকথের এক পর্যায়ে আতাহার উত্তেজিত হয়ে মতালেব হোসেন ও সমেজানকে হাসুয়া দিয়ে কুপিয়ে গুরতর আহত করে। পরে স্বজনেরা প্রথমে তাদের বনপাড়া আমিনা হাসপাতালে পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে ভাই-বোন মূমুর্ষাবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু সিদ্দিক জানান, ভাইয়ের হাসুয়ার আঘাতে ভাই-বোন রক্তাক্ত জখম হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের হয়েছে। আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: