আমিই ওর দ্বিতীয় মা ছিলাম: রাশ্মিকা

স্বপ্ন পূরণের দৌড়ে রাশ্মিকা এগিয়েছেন অনেক দূর। বেশির ভাগ সময়টাই বাড়ির বাইরে থাকতে হয় তাঁকে। ব্যস্ত রুটিনের সঙ্গে মানিয়ে নিলেও পরিবারকে সময় দিতে না পারার আফসোস রয়ে গিয়েছে তার মধ্যে। দক্ষিণী ইন্ডাস্ট্রিতে চার বছর দাপিয়ে কাজ করছেন রাশ্মিকা মান্দনা। দক্ষিণের চেনা গণ্ডি পেরিয়ে এ বার পা রেখেছেন বলিউডে। গত বছর ‘পুষ্পা: দ্য রাইজ’-এর পর তাঁর জীবন বদলে গিয়েছে। ইন্ডাস্ট্রির অন্যতম সফল নায়িকার হাতে এখন একগুচ্ছ কাজ। আর সেই সুবাদের দেশের নানা প্রান্তে ছুটছেন তিনি।
জানা যায়, বোনের থেকে কখনও আলাদা থাকেননি নায়িকা। এখন তাকে না দেখেই কাটিয়ে দিতে হয় মাসের পর মাস। আট বছরের শিমনকে নিয়ে তিনি বললেন, আমার একটা ছোট্ট বোন আছে। ও কি ভাবে একটু একটু করে বেড়ে উঠছে, সেটা আমি দেখতে পাব না। কিন্তু এও জানি যে দর্শক আমাকে ভালোবাসে। তাদের প্রতি আমার একটা দায়িত্ব আছে। তাই আমি এবং আমার পরিবার এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছি।
রাশ্মিকার শৈশব কেটেছে হোস্টেলে। তবে বোন হওয়ার পর তাকে সামলানোর দায়িত্ব পড়ে তাঁর উপর। ফলে তাকে ছেড়ে কখনও খুব বেশি দিন দূরে থাকেননি রাশ্মিকা। তিনি বললেন, ওর জন্মের পর থেকে আমিই ওকে খাওয়াতাম। ওর ডায়াপার বদলে দিতাম। স্নান করিয়ে দিতাম। আমিই ওর দ্বিতীয় মা ছিলাম। এখন ওর থেকে দূরে চলে এসেছি। ওর বেড়ে ওঠার সময়ে পাশে থাকতে পারছি না। একটু খারাপ লাগা তো থাকবেই।
আজ শুক্রবার (৭ অক্টোবর) মুক্তি পেয়েছে ‘গুডবাই’। এটিই তাঁর প্রথম হিন্দি ছবি। হাতেখড়িতেই সহকর্মী হিসেবে পেয়েছেন অমিতাভ বচ্চন, নীনা গুপ্তর মতো শিল্পীদের।
ইমদাদ/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: