বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে জবিতে সচেতনতামূলক র‌্যালি

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২২, ০৫:৫৩ পিএম

সানাউল্লাহ ফাহাদ, জবি প্রতিনিধি: বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে সচেতনতামূলক র‌্যালি করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) পরিবার। সোমবার (১০ অক্টোবর) বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে মনোবিজ্ঞান বিভাগ, জবি কাউন্সেলিং সেন্টার ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যৌথ আয়োজনে ‘সবার জন্য মানসিক স্বাস্থ্য ও ভালো থাকাটাই হোক বৈশ্বিক অগ্রাধিকার’ স্লোগানকে সামনে রেখে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক সচেতনতামূলক র‌্যালির উদ্বোধন করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আকরাম উজ্জামান এবং কাউন্সেলিং বিভাগের আহবায়ক অধ্যাপক ড. নূর মোহাম্মাদ সহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ র‌্যালিতে অংশগ্রহণ করেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: