হালুয়াঘাটে কৃষকদের সাথে মতবিনিময় সভা

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২২, ০৫:৫৯ পিএম

ভোজ্য তেলের আমদানী নির্বরতা কমাতে ময়মনসিংহের হালুয়াঘাটে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ অক্টোবর) সকালে উপজেলার শাকুয়াই ইউনিয়নের ভাট্টা বাজারে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় ইউপি সদস্য রমজান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.মাসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোরশেদ আলম, তপন চন্দ্র দাস,উপ সহকারী কৃষি কর্মকর্তা আকলিমা খাতুন, পাপিয়া সরকার,মো.হাবিবুর রহমানসহ স্থানীয় কৃষকগণ প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ সহকারী কৃষি কর্মকর্তা পল্লব সরকার। এ সময় সভায় উপস্থিত সকল কৃষকগণ সরিষা আবাদ বৃদ্ধি করার অঙ্গিকার ব্যক্ত করেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: