বিটুমিনের ড্রাম বিস্ফোরণে দগ্ধ তিন জনের আশংকাজনক অবস্থা

ফারাবি বিন সাকিব, ঈশ্বরদী (পাবনা) থেকে: ঈশ্বরদীতে সড়ক কার্পেটিংয়ের সময় বিটুমিনের ড্রাম বিস্ফোরণ হয়েছে। এতে বিটুমিনের পাসে থাকা তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। সোমবার (১০) অক্টোবর দুপুরে উপজেলার মুলাডুলি ইউনিয়নের আড়কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
দগ্ধ হওয়া শ্রমিকরা হলেন- পাবনার আতাইকুলা থানার শিমুলচরা গ্রামের আজিজুল হক (৪৭), কৈজুরি শ্রীপুর গ্রামের রকিব (৩৫) ও চর বলরামপুর গ্রামের খবির উদ্দীন (৫০)।আহতদের উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।অবস্থা বেগতিক দেখা দিলে তাদের কে পাবনা থেকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।
স্থানীয়রা জানায়, মুলাডুলির নিকরহাটা থেকে শহরের বকুলের মোড় পর্যন্ত সড়কের কার্পেটিংয়ের সময় বিটুমিনের ড্রামে কেরোসিন ঢালতে গিয়ে হঠাৎ ড্রামে আগুন জ্বলে ওঠে। এতে ঐ স্থানে থাকা তিন শ্রমিক ঘটনাস্থলে মুহূর্তের মধ্যেই তিনজন দগ্ধ হন। আহত একজন বলেন, আমরা ঠিক ভাবেই কাজ করছিলাম। প্রতিদিনের মতো আজকেও সড়ক কার্পেটিং এর কাজের জন্য ড্রামে কেরোসিন দিতে গেলে হঠাৎ বিকট আওয়াজে বিস্ফোরন হয়ে ওঠে।এতে সাথে সাথে আমাদের তিন জন আহত হয়ে আমরা মাটিতে পড়ে যায়। জ্ঞান ফেরার পর দেখতে পাই আমাদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শফিকুল ইসলাম শামীম বলেন, দগ্ধ শ্রমিকদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।অবস্থা গুরুত্বর হওয়ায় পড়ে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
সালাউদ্দিন/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: