প্রচ্ছদ / স্পোর্টস / বিস্তারিত

ফাইনাল নিশ্চিতের ম্যাচে ছোট লক্ষ্য দিল পাকিস্তান

   
প্রকাশিত: ১০:১৩ পূর্বাহ্ণ, ১১ অক্টোবর ২০২২

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে আজ মুখোমুখি পাকিস্তান আর নিউজিল্যান্ড। ক্রাইস্টচার্চে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ব্যাট করতে নেমে রোমাঞ্চকর ব্যাটিংয়ের সূচনা ঘটালেও তা দুর্যোগে পরিণত হতে খুব বেশী সময় লাগেনি। ওপেনার দুই ব্যাটসম্যান ভালো ছন্দে থাকলেও ৪.২ বলের সময় ব্রেসওয়েলের বলে ১৬ রানে ফেরেনে রিজওয়ান। এদিকে অপর ব্যাটসম্যান বাবর আজম ও ২১ রান করে ফেরেন ব্রেসওয়েলের বলে। পাওয়ার প্লের প্রথম ৬ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ৪২ রান।

অপরদিকে, পাওয়ারপ্লেতে ৪২ রান তুলতে পারলেও ইফতেখারের ২৭ ও আসিফ আলীর ২১ রানে ভর করে শেষ পর্যন্ত ১৩০ রানে থামে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে শেষ সংগ্রহ পর্যন্ত ৪.৩ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ৩৪ রান করে নিউজিল্যান্ড।

সিরিজে এখন পর্যন্ত অপরাজিত পাকিস্তান। দুই ম্যাচে দুটিতেই জিতে ফাইনালের পথে অনেকটা এগিয়ে আছে বাবর আজমরা। আজ জিতলে তাদের ফাইনাল নিশ্চিত হয়ে যাবে। অন্যদিকে, দুই ম্যাচে একটিতে জিতেছে নিউজিল্যান্ড।

দুদলের আজকের একাদশ:

পাকিস্তান : মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম (অধিনায়ক), শান মাসুদ, হায়দার আলী, ইফতিখার আহমেদ, আসিফ আলী, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ ও শাহনেওয়াজ দাহানি।

নিউজিল্যান্ড : ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জিমি নিশাম, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি ও ব্লেয়ার টিকনার।

শাকিল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: