উদ্বোধনের চার মাস না যেতেই ১৯ কোটি টাকার রাস্তায় ধস

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২২, ০২:৪৩ পিএম

নতুন রাস্তা করা হয়েছে মাত্র চার মাস। এরই মধ্যে ধসে গেছে। রাস্তাটির সাথে আন্ডারপাস তৈরি করা হয়েছে। যার ব্যয় ১৯ কোটি টাকা। এই টাকা ব্যয়ের পরেও কেনো মাত্র চার মাসের মাথা রাস্তাটি ধসে গেলো, এই ঘটনাকে কেন্দ্র করে কর্নাটকের শাসক দল বিজেপির বিরুদ্ধে ফের দুর্নীতির অভিযোগ তুলেছে। ঘটনাটি ঘটেছে ভারতের বেঙ্গালুরু শহরে। খবর আনন্দবাজার।

প্রতিবেদন থেকে জানা যায়, কুন্দালাহাল্লি আন্ডারপাসটিতে গত কয়েক দিন ধরে মেরামতির কাজ চলছিল বলে জানা গিয়েছে। তবে সংশ্লিষ্ট কেউ মুখ খোলেনি। তবে নাম না-প্রকাশের শর্তে প্রকল্পের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রাস্তাটির নীচে থাকা একটি পাইপ ভেঙে গিয়েছিল। যার জেরে গত কয়েক দিন ধরে জল চুঁয়ে রাস্তাটি ভিজে উঠেছিল। শেষে মাটি নরম হয়ে গিয়ে এই ধসের পরিস্থিতি তৈরি হয় বলে জানান তিনি।

ভাঙা পাইপলাইনটি মেরামতের কাজ ইতিমধ্যেই সারা হয়েছে। তবে জল সরবরাহের উপর এর প্রভাব পড়েছে বিস্তর। বেশ কিছু এলাকায় প্রায় ২৪ ঘণ্টা জল সরবরাহ বন্ধ রাখতে হয় কর্তৃপক্ষকে। তবে পাইপলাইন সারানো হলেও রাস্তাটির মেরামতি সারতে আরও বেশ কিছুদিন সময় লেগে যাবে বলে জানানো হয়েছে। চুক্তি অনুযায়ী, সংশ্লিষ্ট ঠিকাদারকে তা বিনামূল্যেই করে দিতে হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: