প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

সোহেল রানা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সলঙ্গায় ককটেল বোমা বিস্ফোরনের ঘটনায় দুইজনকে আটক করেছে র‌্যাব

   
প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, ১১ অক্টোবর ২০২২

সিরাজগঞ্জের সলঙ্গায় ককটেল বোমা বিস্ফোরনের ঘটনায় দুইজনকে আটক করেছে র‌্যাব-১২ সদস্যরা। ঘটনাস্থল থেকে ৭টি অবিস্ফোরিত ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

মঙ্গলবার র‌্যাব ১২ হেডকোয়ার্টারে আয়োজিত প্রেস কনফারেন্সে এ তথ্য জানান র‌্যাব-১২ অধিনায়ক অতিরিক্ত পুলিশ-উপ মহাপরিদর্শক মো: মারুফ হোসেন পিপিএম (সেবা)।

ককটেল বিস্ফোরনের ঘটনায় আটককৃতরা হলো, যশোরের ঝিকরগাছা উপজেলার মোবারকপুর মিলপট্টি এলাকার আল আমিন হোসেন ও ঝিনাইদহের কোটচাদপুর উপজেলার মালতেপাড়া এলাকার মিকাইল হোসেন।

প্রেস কনফারেন্সে র‌্যাব-১২ অধিনায়ক অতিরিক্ত পুলিশ-উপ মহাপরিদর্শক মো: মারুফ হোসেন পিপিএম (সেবা) জানান, শামিম হোসেন নামে এক দুর্বৃত্ত আল আমিন ও মিকাইল হোসেনকে সাথে নিয়ে সিরাজগঞ্জের সলঙ্গা থানার চড়িয়া শিকায় একটি বাসা ভাড়া নিয়ে বিভিন্ন ব্যাবসায়িকে অপহরন ও মুক্তিপন আদায়ের পরিকল্পনা করে। পরিকল্পনা মোতাবেক সোমবার বিকেলে সিরাজগঞ্জ শহরের এক বালু ব্যবসায়িকে ব্যবসায়িক আলোচনার কথা বলে ডেকে নিয়ে এসে তাকে আটক করে মুক্তিপন দাবি করে। এসময় ঐ ব্যবসায়ির চিৎকারে এলাকাবাসি এগিয়ে আসলে দুর্ব্যত্তরা দুটি ককটেল বোমার বিস্ফারন ঘটায়। এতে দুইজন আহত হয়।

অতিরিক্ত পুলিশ-উপ মহাপরিদর্শক মো: মারুফ হোসেন পিপিএম (সেবা) আরো জানান, খবর পেয়ে র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছৈ সাতটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করে। অভিযান চালিয়ে আল আমিন ও মিকাইল হোসেনকে আটক করা হয়। তাদের সলঙ্গা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হবে।

শাকিল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: