নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্কের ভ্যাকসিন না থাকায় দুর্ভোগ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্কের প্রতিষেধক ভ্যাকসিন সরবরাহ না থাকায় কুকুর বা বিড়ালে কামড়ানো রোগীরা কাঙ্খিত চিকিৎসাসেবা পাচ্ছেন না। অতিরিক্ত টাকা খরচ করে বাইরের ফার্মেসী থেকে ভ্যাকসিন কিনতে হচ্ছে তাদের। এতে দুর্ভাগে পড়েছেন তারা।
জানা গেছে, নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় আড়াই লাখ মানুষ চিকিৎসাসেবার আওতাধীন রয়েছেন। সম্প্রতি এই হাসপাতালে জলাতঙ্কের ভ্যাকসিন সরবারহ না থাকায় কুকুর বা বিড়ালে কামড়ানো রোগীরা দুর্ভোগে পড়েন। এসব রোগীদের হাসপাতালে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর কর্মরত চিকিৎসকরা বাইরে থেকে প্রতিষেধক ভ্যাকসিন সংগ্রহ করার পরামর্শ দেন। পরে ফার্মেসী থেকে অতিরিক্ত মূল্যে ভ্যাকসিন কিনতে হচ্ছে। আবার কেউ কেউ জেলা সদর হাসপাতালে গিয়ে ভ্যাকসিন নিচ্ছেন। এতে অনেক ভোগান্তির স্বীকার হতে হচ্ছে তাদের। কুকুরের প্রজনন মৌসুমে উপজেলার একমাত্র সরকারী হাসপাতালে জলাতঙ্কের ভ্যাকসিন না পাওয়ায় দুঃখ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।
উপজেলার ছালুয়াতলা গ্রামের ভুক্তভোগী এমদাদুল হক জানান, আমার দেড় বছর বয়সী নাতিনীকে বিড়ালে কামড়ালে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করি। তারা হাসপাতালে জলাতঙ্কের ভ্যাকসিন নেই বলে জানান। পরে আমাকে অতিরিক্ত টাকা খরচ করে বাইরের ফার্মেসী থেকে ভ্যাকসিন কিনতে হয়েছে। যদি হাসপাতালে এই ভ্যাকসিন সরবরাহ থাকতো তাহলে আমার এই টাকাগুলো বাড়তি খরচ হতো না।
এ বাপারে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌফিকুল ইসলাম বলেন, কুকুড়ে কামড়ানো জলাতঙ্কের ভ্যাকসিন হাসপাতালে সরবরাহ নেই। কবে নাগাদ সরবরাহ করা হবে তাও বলা যাচ্ছে না। তাই রোগীদের বাইরের ফার্মেসী থেকে এই ভ্যাকসিন কেনার পরামর্শ দেয়া হচ্ছে। তবে তিনি বলেন, এই হাসপাতালে সাপে কামড়ানো এন্টিভেনাম ভ্যাকসিন সরবরাহ রয়েছে।
শাকিল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: