এবার যা হবে প্রকাশ্যে: অপু বিশ্বাস

দুর্গাপূজার সময় কলকাতায় ছিলেন বাংলাদেশের চিত্রনায়িকা অপু বিশ্বাস, বিজয়ার শুভেচ্ছা জানিয়ে ফেইসবুকে দিয়েছিলেন নিজের এক ছবি, তা নিয়ে শুরু হয় তুমুল আলোচনা, মুলত তার সিঁথিতে সিঁদুর দেখেই আলোচনার সুত্রপাত। তবে এবার এসব বিষয় নিয়ে মুখ খুলেছেন নায়িকা।
অপু বিশ্বাস এবার ব্যক্তিজীবন প্রকাশ্যে আনতে চান। গতকাল সোমবার পশ্চিমবঙ্গের কলকাতায় ইন্দো বাংলা প্রেস ক্লাবের বিজয়া সম্মিলনীতে যোগ দিয়েছিলেন। সেখানে প্রসঙ্গক্রমে ঢালিউড কুইন বলেন, ব্যক্তিজীবনটা আর লুকিয়ে নয়, সবাইকে জানিয়েই করব। কলকাতায় দুর্গাপূজা উদযাপন করতে গিয়ে সিঁথিতে সিঁদুর পরতে দেখা গেছে অপু বিশ্বাসকে।
অপু বিশ্বাস বলেন, ‘অপু বিশ্বাসের নামের সঙ্গে যেহেতু অভিনেত্রী শব্দটা রয়েছে, তাই সেখানে স্বাধীনতা আছে। তা ছাড়া ব্যক্তিজীবনটা এবার আর লুকিয়ে নয়, সবাইকেই জানিয়েই করব। ’
সিঁথিতে সিঁদুর প্রসঙ্গে ফেসবুকে অপু লিখেছিলেন, ‘সিঁথিতে সিঁদুর দেখে কেউ বিভ্রান্ত হবেন না, সেদিন সকালে আমার একটা ফটোশুট ছিল, তারপর সিঁদুর খেলা ছিল। আপনারা বাংলা ছবি দেখুন, বাংলা সিনেমার সাথে থাকুন। ’
শাকিব, বুবলি আর অপুকে নিয়ে কোনো সিনেমা হলে তাতে অভিনয় করতে চান কি না এমন প্রশ্নের জবাবে ‘কোটি টাকার কাবিন’ অভিনেত্রী বলেন, ‘পরিচালক বা প্রযোজকরা কি আদৌ তা চান? তারা যদি মনে করেন যে চলচ্চিত্রের স্বার্থে এটা দরকার, তাদেরকে একসাথে নিয়ে ছবি করালে ভালো হবে, সে ক্ষেত্রে তারাই ডিসিশন মেকার। ’
সম্প্রতি ছেলে অব্রাম খান জয়ের জন্মদিন পালন নিয়ে আলোচনায় এসেছিলেন অপু বিশ্বাস। কেননা শাকিবকে সঙ্গে নিয়ে এই জন্মদিন পালিত হয়েছে। এর পরেই ফেসবুকে লিখেছিলেন, হ্যাপি ফ্যামিলি। আর গুঞ্জনের ডালপালা মেলে সেখান থেকেই।
না.হাসান/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: