প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

শিপন সিকদার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ফতুল্লায় ফেনসিডিলসহ দুই যুবক গ্রেফতার

   
প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, ১১ অক্টোবর ২০২২

ফতুল্লায় ফেনসিডিলসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার আলীগঞ্জের মৃত শফিকুল ইসলামের পুত্র উজ্জ্বল (৪২) ও একই থানার দাপা ইদ্রাকপুর বেপারীপাড়াস্থ পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন সোবহান মিয়ার পুত্র ফারুক(৩৮)। সোমবার (১০ অক্টোবর) দিবাগত রাত একটার দিকে তাদেরকে আলীগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃতদের নিকট থেকে পুলিশ ভারতীয় নিষিদ্ধ ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত একটার দিকে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে আলীগঞ্জ স মি গলিতে অভিযান চালিয়ে উজ্জ্বল ও ফারুককে গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ বিষয়ে পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: