প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত

সংসদ সদস্য শেখ এ্যানির মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

   
প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, ১১ অক্টোবর ২০২২

ছবি - সংগৃহীত

সংসদ সদস্য (সংরক্ষিত আসন) শেখ এ্যানি রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেলে রাষ্ট্রপতির প্রেস উইং থেকে পাঠানো শোকবার্তায় এ তথ্য জানানো হয়েছে। শোকবার্তায় রাষ্ট্রপতি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আজ (মঙ্গলবার) মারা যান শেখ এ্যানি রহমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্বামী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি অনেকদিন ধরে ব্যাংককে চিকিৎসাধীন ছিলেন। কয়েকদিন তিনি বুমরুনগ্রাদ আন্তর্জাতিক হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন।

শেখ এ্যানি রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই শেখ হাফিজুর রহমানের স্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি। তিনি একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-১৯ (পিরোজপুর-১) থেকে নির্বাচিত সংসদ সদস্য।

আশরাফুল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: