বিশ্বজয়ী হাফেজ যাকারিয়াকে সংবর্ধনা

   
প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ, ১১ অক্টোবর ২০২২

ছবি: সংগৃহীত

কুরআন তিলাওয়াত করে ১১ বছরে আন্তর্জাতিক পর্যায়ের পেয়েছেন ১২টি পুরস্কার। তাই এই সূর্য সন্তানকে আনুষ্ঠানিক সম্মাননা দিলো তার জন্মস্থান ভোলার মানুষেরা। তিনি হাফেজ ও ক্বারি যাকারিয়া।

এই কিশোর ১২০টি দেশের অংশগ্রহণে ২০১৬ সালে বাহারাইনে অনুষ্ঠিত হিফজ ও কিরাত প্রতিযোগিতায়, ২০১৫ সালে দুবাইতে কিরাত প্রতিযোগিতায় এবং ২০১৪ সালে মিশরে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন। এছাড়ও ২০১১ সাল থেকে প্রতিবছরই কাতার, কুয়েত, জর্ডান, সুদান, সৌদি আরবসহ বিভিন্ন দেশের প্রতিযোগিতায় কুরআন তিলাওয়াত করে অর্জন করেছেন শীর্ষস্থান।

বিশ্বের মাটিতে বার বার বাংলাদেশকে তুলে ধরা এই হাফেজকে নিয়ে গর্বিত ভোলাবাসী। তাই রাজধানীর বাংলামোটরের গোল্ডেন চিমনি রেস্টুরেন্টে তার জন্য সংবর্ধনার আয়োজন করে ভোলা উপজেলা সমিতি, ঢাকা। অনুষ্ঠানের শুরুতে সুললিত কণ্ঠে তিলাওয়াত শুনান যাকারিয়া। পরে তার হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট ও নগদ ৫০ হাজার টাকার চেক।

এমন আয়োজনে সন্তোষ প্রকাশ করে হাফেজ ক্বারী যাকারিয়া বলেন, আন্তর্জাতিক পুরস্কার অর্জনে যেমন একটা ভালোলাগা থাকে তার চেয়ে অনেক বেশি ভালো লাগছে আমার জেলার মানুষদের কাছ থেকে সম্মাননা পেয়ে। এভাবে সবাই সমর্থন দিলে আমাদের হাফেজদের ভালো করার ধারাবাহিকতা আরও বেড়ে যাবে।

প্রতিযোগিতায় অনুভূতি জানিয়ে তিনি বলেন, আগে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় গেলে আমরা মিশর, কুয়েত বা সৌদি আরবের প্রতিযোগিদের দেখে ভয় পেতাম। আর এখন তারা এসেই জিজ্ঞেস করে বাংলাদেশ থেকে কে এসেছে। এর মূল কারণ বাংলাদেশের হাফেজরা এখন শীর্ষ স্থান দখল করছে। উৎসাহ পেলে এই ধারায় আরও এগিয়ে যাবে বাংলাদেশ।

ইমদাদ/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: