নৌকা ছাড়া সব প্রার্থীর ভোট বর্জন

অনিয়মের অভিযোগে গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের উপনির্বাচনে একযোগে চার প্রার্থী ভোট বর্জন করেছেন। তবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ভোটের মাঠে রয়েছেন। বুধবার (১২ অক্টোবর) ভোটগ্রহণের সাড়ে তিন ঘণ্টা পর বেলা সাড়ে ১১টার দিকে সাঘাটা উপজেলার বগেরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে একযোগে ভোট বয়কটের ঘোষণা দেন তারা।
চারজন প্রার্থী হলেন- লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টি থেকে এইচএম গোলাম শহীদ রঞ্জু, কুলা প্রতীক নিয়ে বিকল্প প্রার্থী জাহাঙ্গীর আলম, আপেল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ ও ট্রাক প্রতীক নিয়ে মাহবুবুর রহমান। তবে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী কে মাহমুদ হাসান রিপন এখনো ভোটের মাঠে রয়েছেন।
এর আগে সকাল ৮টা থেকে সাঘাটা উপজেলার ৮৮টি ও ফুলছড়ি উপজেলার ৫৭টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। এর মধ্যে কয়েকটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: