রাজধানীতে এক থেকে পাঁচ ঘণ্টা লোডশেডিংয়ের সম্ভাবনা

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২২, ০৩:৪২ পিএম

পর্যাপ্ত উৎপাদন ও সরবরাহের অভাবে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় বুধবার সর্বনিম্ন এক ঘণ্টা থেকে সর্বোচ্চ পাঁচ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হতে পারে। বুধবার (১২ অক্টোবর) ঢাকায় বিদ্যুৎ বিতরণের দায়িত্বে থাকা ডিপিডিসি এবং ডেসকো দেওয়া লোডশেডিংয়ের সূচি বিশ্লেষন করে এমন তথ্য পাওয়া গেছে।

বিদ্যুৎ সংকট মোকাবিলায় দেশজুড়ে এলাকাভিত্তিক লোডশেডিংয়ের সিদ্ধান্ত হবার পর ১৯ জুলাই থেকে দেশজুড়ে লোডশেডিং শুরু হয়।

বিদ্যুৎ বিভাগ সূত্র বলছে, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত দিনে সর্বোচ্চ ২ হাজার থেকে ২ হাজার ২০০ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং করা হয়েছে। এখন তা বেড়ে হয়েছে আড়াই হাজার থেকে তিন হাজার মেগাওয়াট পর্যন্ত, যা গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ। গত তিন মাসের মধ্যে সবচেয়ে বেশি লোডশেডিং হচ্ছে এখন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: