৭১ বছর পর ট্রাফিক ভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছে মোংলা কাস্টম এজেন্টস্ এসোসিয়েশন

বন্দর সৃষ্টির দির্ঘ ৭১ বছর পর মোংলা বন্দরে চালু হলো সিএন্ড এফ এসোসিয়েশনের দাপ্তরিক কার্যক্রম। বুধবার (১২ অক্টোবর) দুপুরে মোংলা বন্দরের ট্রাফিক ভবনে নতুন অফিসের উদ্ধোধন করেন, মোংলা কাস্টমস হাউজের কমিশনার মোহাম্মদ নেয়াজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, মোংলা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের সভাপতি সুলতান আহম্মদ খান, সাধারন সম্পাদক ও বাগেরহাট চেম্বারের সভাপতি শেখ লিয়াকত হোসেন, মোংলা কাস্টমস হাউজের যুগ্ন কমিশনার মাহফুজ আহম্মেদসহ সিএন্ডএফ এজেন্ট ব্যবসায়ীরা।
উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কাস্টমস এজেন্ট এসোসিয়েশনের দাপ্তরিক কার্যক্রম মোংলা বন্দরের নিজ্বস্ব ভবনে শুরু করায় আমদানী- রপ্তানী কার্যক্রের গতি বাড়বে। এর ফলে দেশের আমদানীকারকরা মোংলা বন্দর ব্যবহারে আরো বেশি আগ্রহী হবে। বাড়বে মোংলা বন্দরের মাধ্যমে দেশের রাজ্বস্ব আয়।
সালাউদ্দিন/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য: