প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

সোহেল রানা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সরকারী কাজে বাঁধা ও সমবায় অফিসারকে হুমকি, পৌর মেয়রের বিরুদ্ধে বিচার শুরু

   
প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, ১২ অক্টোবর ২০২২

সরকারী কাজে বাঁধা দেয়া ও সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা সমবায় অফিসার সিরাজুল ইসলামকে হুমকি দেয়ার মামলায় (এনজিআর/২০২২) বেলকুচি পৌর সভার মেয়র ও অব্যাহতি প্রাপ্ত উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক সাজ্জাদুল হক রেজার বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু হয়েছে।

এই মামলায় সিরাজগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বুধবার বেলকুচি উপজেলা সমবায় অফিসার সিরাজুল ইসলামের স্বাক্ষ্য গ্রহনের দিন ধার্য্য থাকলেও তিনি আদালতে উপস্থিত না থাকায় স্বাক্ষ্য গ্রহন অনুষ্ঠিত হয়নি।

এতথ্য নিশ্চিত করে এই আদালতের বেঞ্চ সহকারী নুরে আলম বলেন, আগামী ২৯ ডিসেম্বর পুনরায় স্বাক্ষ্য গ্রহনের জন্য দিন ধার্য্য করেছে আদালত।

মামলার নথি সুত্রে জানা যায়, ১৪ জানুয়ারী তারিখে অনুষ্টিতব বেলকুচি উপজেলার মুকুন্দগাতী বাজার বনিক সমবায় সমিতি লি: নির্বাচনের জন্য জেলা সমবায় অফিস, বেলকুচি উপজেলা সমবায় অফিসারকে সভাপতি করে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি নিয়োগ করে। নির্বাচনে মনোনয়নপত্র বিতরনের পূর্বেই বেলকুচি পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজা টেলিফোনে নানাবিধ কথা বলে নির্বাচনী কার্যক্রম বন্ধের জন্য নির্দেশ দেন।

এর পর মেয়রের সাথে সমবায় অফিসারের স্বাক্ষাত হলে মেয়র বলেন, পৌরসভার মধ্যে বাজার। অনেক টাকা বাকী। এছাড়া বনিক সমিতির ভোটার তালিকায় সমস্যা আছে। আপনি নির্বাচন বন্ধ করেন। পরবর্তীতে চলতি বছরের ১ জানুয়ারী রাত ১টা ২৩ মিনিটে মেয়র সাজ্জাদুল হক রেজার ফেসবুক আইডির ম্যাসেঞ্জার থেকে সমবায় অফিসারকে হুমকী দেয়া হয়। এতে সমবায় অফিসার নিরাপত্তা হীনতায় ভুগছেন উল্লেখ করে গত ১৩ জানুয়ারী বেলকুচি থানায় সাধারন ডায়রী করেন (ডায়রী নং ৬৮৭)।

বেলকুচি থানার উপ-পরিদর্শক নূরে আলম সিদ্দিকীকে সাধারন ডায়রিটি তদন্তের দায়িত্ব দেয়া হয়। তদন্তকালে সাক্ষ্য প্রমানে উপজেলা সমবায় অফিসারকে সরকারী কাজে বাঁধা দেয়া ও হুমকী প্রদানের পেনাল কোড ১৮৬/১৮৯ ধারায় অপরাধের বিষয় প্রাথমিক ভাবে সত্য প্রতিয়মান হওয়ায় গত ২৩ মার্চ আদালতে প্রতিবেদন দাখিল করেন। আদালতে চার্জ গঠনের পর গতকাল সমবায় অফিসারের স্বাক্ষ্য গ্রহন করার দিন ধার্য্য ছিলো।

শাকিল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: