আরিফ জাওয়াদ

ঢাবি প্রতিনিধি

নিরাপদ সড়ক নিশ্চিতে ঢাবিতে শিক্ষার্থী সমাবেশ

   
প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, ১২ অক্টোবর ২০২২

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে জনসচেতনতা সৃষ্টি ও নিরাপদ সড়ক নিশ্চিতের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থী সমাবেশ করেছে ‘নিরাপদ সড়ক চাই’ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা।

বুধবার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের রাজু ভাস্কর্যের পাদদেশে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শুরুর আগে কয়েকটি নিম্নমানের হেলমেট হাতুড়ির আঘাতে ভেঙ্গে সচেতনতার স্বার্থে এগুলো ব্যবহারের ব্যপারে সচেতন হতে আহ্বান জানানো হয়।

সমাবেশে নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, সড়ক দুর্ঘটনা মানুষ সৃষ্ট একটি সমস্যা। সড়ক দুর্ঘটনার কারণে প্রতি বছর প্রায় ৪২ হাজার কোটি টাকা ক্ষতি হচ্ছে। স্বাধীনতার ৫২ বছর পেরিয়ে গেলেও আমরা সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারি নি, এমন ব্যর্থতায় বিশ্ব দরবারে আমরা সভ্য জাতি হিসেবে স্বীকৃতি পাবো না। জাতিসংঘ গাড়ির গতি নিয়ন্ত্রণের প্রতি গুরুত্ব দিয়েছে। তারা বলেছে যত গতি তত ক্ষতি।

তিনি আরও বলেন, এখানে হেলমেট প্রদর্শনী হয়েছে। সাধারণ হেলমেট সামান্য একটি হাতুড়ির আঘাতে ভেঙ্গে যাচ্ছে। সে হেলমেট পড়ে মোটরসাইকেল চালালে দুর্ঘটনার সম্ভাবনা থেকেই যায়। হেলমেট পড়ার গুরুত্ব আমাদেরই উপলব্ধি করতে হবে, জোর জবরদস্তি করে এটি হবে না। গাড়ির বেপরোয়া গতির জন্য যাত্রীরাও দায়ী। বেপরোয়া চালককে দমানোর দায়িত্ব তাদের। পথচারীদের অসচেতনতার কারণে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, বাংলাদেশ সরকার এরই মধ্যে অনেকগুলো চ্যালেঞ্জ সফলতার সঙ্গে মোকাবিলা করেছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করছি। শিক্ষার্থীরা ২০১৮ সালেও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করেছে এবং সরকার সড়ক আইন ২০১৮ পাশ করেছে। এই আইনের সব দিক যেন বাস্তবায়ন করা হয় আমরা সে দাবি জানাচ্ছি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির লিটন এরশাদ, লায়ন গণি মিয়া বাবুল, আব্দুর রহমান, ফিরোজ আলম মিলন, আবু বক্কর সিদ্দিক রাব্বী, মো. মহসিন হোসেন খান, নাসিম রুমি, এ.কে আজাদ, কামাল হোসেন খান, মো. নুরুল হুদা, আব্দুর রাজ্জাক, নূরনবী ভুইয়া প্রমুখ।

শাকিল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: