প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

শামীম হোসেন সামন

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

নবাবগঞ্জে শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

   
প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, ১২ অক্টোবর ২০২২

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি, মিলাদ, আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ভূঁইয়া কিসমত। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান সিকদার। মউদ্বোধক ছিলেন ঢাকা জেলা শ্রমিক লীগের সভাপতি এম এ হামিদ মুন্না। উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক মোহাম্মদ রাসেদ খান এতে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন, ঢাকা জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক জহিরুল হক সুমন।

উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন, অ্যাডভোকেট আকমল হোসেন, এসএম সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শেখ সুজন বাবু, সেলিম খান, উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এসএম খুরশিদা প্রমুখ।
সভা সঞ্চালনা করেন উপজেলা শ্রমিক লীগের যুগ্ম-আহ্বায়ক সুজন আহমেদ ও শাহীন ফকির।

পরে সেখানে দোয়া মাহফিল ও কেককাটা অনুষ্ঠিত হয়। শেষে উপজেলা চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন নেতাকর্মীরা।

শাকিল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: