মোবাইলে কথা বলতে বলতে রেললাইন ধরে হাটঁছিল, কাটা পড়ল ট্রেনে

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২২, ১১:১৬ পিএম

ময়মনসিংহে ট্রেনে কাটা পরে আনোয়ার কবীর কাঞ্চন (৫৪) নামের এক ব‍্যক্তি নিহত হয়েছে। নিহত কাঞ্চন নগরীর উসমান ফার্নিচারের ম‍্যানেজার ছিল। সে নগরীর কাশর আউটার স্টেডিয়াম এলাকার বাসিন্দা।

বুধবার (১২ অক্টোবর) সকালে নগরীর কলেজ রোড রেলক্রসিং সংলগ্ন রেললাইনে এই দূর্ঘটনা ঘটে। কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, কাঞ্চন মোবাইলে কথা বলতে বলতে রেললাইন ধরে হাটঁছিল। এসময় জামালপুর থেকে ছেড়ে আসা ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে কাটা পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহতের পরিবারের সদস‍্যরা জানায়, আনোয়ার কবীর কাঞ্চন নানা কারণে দুশ্চিন্তা-গ্রস্থ ছিল। তাছাড়া সে কানে কম শুনতেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: