গাছ কর্তন মামলায় ঠাকুরগাঁওয়ে পৌর কাউন্সিলর আটক

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২২, ১১:১৬ পিএম

অনুমতি ছাড়াই গাছ কর্তন মামলায় ঠাকুরগাঁও পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মো. জমিরুল ইসলামকে আটক করেছে পুলিশ। বুধবার (১২ অক্টোবর) বিকালে ঠাকুরগাঁও শহর থেকে কাউন্সিলর আটক করা হয় বলে জানান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন।

ওসি বলেন, গত ৮ই অক্টোবর শনিবার শহরের জাগরণী ক্লাব পুকুর পাড়ের একটি মেহগনী গাছ কেটে ফেলা হয়। এলাকাবাসি দেখে থানায় খবর দেয়। পরে বনবিভাগ গাছটি জব্দ করে। ঠাকুরগাঁও পৌর মেয়র থানায় একটি গাছ কর্তনের মামলা করেছেন, মামলার প্রেক্ষিতে কাউন্সিলর মো. জমিরুল ইসলামকে আটক করা হয়েছে।

পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা বলেন, জমিরুল গত ৯ অক্টোবর শহরের শান্তিনগর এলাকায় পৌরসভার জাগরণী ক্লাবারে মেহগনি গাছ টেন্ডার ও বনবিভাগের অনুমতি ছাড়াই একটি চক্র কর্তন করে। পরে খবর পেয়ে পুলিশসহ বন কর্মকর্তা গাছ কাটা বন্ধ করে দেয় ও কাঠুরিয়াদের আটক করেন। এ বিষয়ে আমি থানায় একটি মামলা করি। মামলার প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে কাউন্সিলর জমিরুলকে আটক করেছে পুলিশ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: