কচাকাটায় মহিষ চুরি মামলার ৩ ঘন্টার মধ্যেই আসামি গ্রেফতার

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২২, ০২:৩৫ পিএম

নাগেশ্বরী কচাকাটায় মহিষ চুরি মামলা দায়েরের ৩ ঘন্টার মধ্যেই এজহার নামীয় সহিদুল নামে এক আসামিকে করেছে কচাকাটা থানা পুলিশ। গ্রেফতারকৃত সহিদুল চর কৃষ্ণপুরের মৃত আব্দুল হামিদের পুত্র।

পুলিশ সূত্রে জানা গেছে- মহিষ চুরির অপরাধে কচাকাটা থানার বল্লভের খাস ইউনিয়নের চরকৃষ্ণপুর গ্রামের আবু সাঈদ বাদী হয়ে গত বুধবার (১২ অক্টোবর) তারিখে ৭ জনকে আসামি করে কচাকাটা থানায় একটি মামলা দায়ের করে। মামলার পরপরেই আসামীদের গ্রেফতার করতে অভিযান চালায় কচাকাটা থানা পুলিশ। এ অভিযানের ৩ ঘন্টার মধ্যেই এজহারনামীয় সহিদুলকে গ্রেফতার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কচাকাটা ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মর্তুজা জানান- মহিষ চুরির অপরাধে এজহারনামীয় এক আসামীকে গ্রেফতার করে আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) তারিখে জেল হজতে প্রেরণ করা হয়েছে। এ মামলায় অন্য আসামীদের গ্রেফতারের প্রক্রিয়া চলমান চলমান রয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: