আড়াইহাজারে ধর্ষণের ঘটনায় দুটি মামলা দায়ের

জাকির হোসেন, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) থেকে: নারায়ণগঞ্জের আড়াইহাজারে পৃথক ধর্ষণের ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনা গুলো ঘটেছে যথাক্রমে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের উৎিপুরা গ্রামে ও দুপ্তারা ইউনিয়নের পাল্লা এলাকায়। ঘটনা গুলো বিভিন্ন সময়ে ঘটলেও বুধবার রাতে দুটি ঘটনার উপরই মামলা রুজু করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায় যে, উচিৎপুরা বাজারের ফ্লেক্সিলোডের ব্যবসায়ি মাসুমের সঙ্গে দোকানে আসা যাওয়ার সূত্রে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে একই এলাকার এক কিশোরী মিল শ্রমিক (১৬) এর। পরে মাসুম কিশোরীকে বিয়ের প্রলোভনে এক বছর যাবত বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে শারিরীক মেলা মেশা করে। পরে ওই কিশোরী কয়েকবার মাছুমকে বিয়ের কথা বলে। কিন্তু মাছুম তাকে বিয়ে করার কথা বলে কালক্ষেপন করতে থাকে। সর্বশেষ মাসুমের কথামত গত পাঁচ অক্টোবর রাত ৯.৩০মিঃ ওই কিশোরী হাইজাদী ইউনিয়নের তিলচন্দী বাজারে মাসুমের সাথে সাক্ষাৎ করে।
পরে মাছুম তাকে ফুসলিয়ে তিলচন্দী গ্রামে কিশোরীর নানা আঃ রব মিয়ার পরিত্যক্ত বসত বাড়িতে নিয়ে যায়। ওই বাড়িতে নিয়ে তাকে শারিরীক মেলামেশার প্রস্তাব দেয়। ওই সময় কিশোরী তাকে বিয়ে করার কথা বললে মাছুম তাকে বিয়ে করবেনা বলে সাফ জানিয়ে দেয়। তখন কিশোরী মাসুমের সাথে শারিরীক মেলা মেশা করতে রাজি না হলে মাসুম তাকে জোরপূর্বক ধর্ষন করে। এ ব্যাপারে ধর্ষিতার পিতা বাদী হয়ে বুধবার রাতে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেন।
অপর ঘটনায় বিবরণে জানা যায় যে, উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাল্লা গ্রামের মনির হোসেনের স্ত্রী (৪০) কে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে একই গ্রামের খ্য়ারুদ্দিনের ছেলে আনোয়ার (৪৫) ধর্ষণ করে। আনোয়ার দুই সন্তানের জনক এবং ওই মহিলা ৪ সন্তানের জননী। গত প্রায় ২ মাস যাবত সে ওই মহিলাকে চাকুরিীর প্রলোভনে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার বাউজগাঁও গ্রামের আবুল হোসেনের বাড়ীতে নিয়ে গিয়ে সেখানে আটকে রেখে বলপূর্বক ধর্ষণ করে। পরে ধর্ষিতার স্বামী এবং ভাসুর তাকে পুলিশের সহযোগিতায় ৮ সেপ্টেম্বর উদ্ধার করে আনেন। এ ব্যাপারে ধর্ষিতা নিজে বাদী হয়ে বুধবার রাতে ৬ জনের নাম উল্লেখ করে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ অভিযুক্ত আনোয়ারকে গ্রেফতার করেছে।
আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, দুটি ঘটনায় পৃথক মামলা হয়েছে। একজন আসামী গ্রেফতার হয়েছে। অপরাপর আসামীরেদরকে গ্রেফতারের চেষ্টা চলছে।
সালাউদ্দিন/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: