প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

শিপন সিকদার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

জলাবদ্ধতা থেকে মুক্তি চায় ফতুল্লাবাসী

   
প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, ১৩ অক্টোবর ২০২২

ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় ও আশপাশের এলাকার জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে স্কুলের সামনে ওই কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ চার বছর ধরে পোস্ট অফিস রোডে অবস্থিত উইজডম, পপুলার ডাইং, দীপ্তি ডাইং, বমদিনা ডাইংসহ অন্যান্য ডাইং ফ্যাক্টরীর ক্যামিকেল মিশ্রিত বর্জ্য পানি ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় ও আশপাশের এলাকায় কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি করেছে। স্থানীয় চেয়ারম্যান, মেম্বারকে জলাবদ্ধতার বিষয়টি জানালেও কোনো সমাধান আসেনি।

এলাকাবাসীর অভিযোগ, ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী,পথচারী ড্রেনে পড়ে গুরুতর আহত হয়েছেন। বিষাক্ত পানির কারণে চর্মরোগসহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে জনসাধারণ। এ নিয়ে স্থানীয় চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন এবং ইউপি সদস্য আ. বাতেনকে একাধিকবার জানালেও তাঁরা সমস্যা নিরসনে কোনো উদ্যোগ নেননি। এই সমস্যা সমাধানে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান ও ৫ আসনের সাংসদ সেলিম ওসমানের হস্তক্ষেপ কামনা করা হয় আয়োজন থেকে।

মানববন্ধনে বক্তব্য রাখেন ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য এস এম হুমায়ুন কবির, খোকন প্রধান, মোঃ হানিফ, রিয়াজুল ইসলাম, তাইজুল ইসলাম, আক্তার হোসেন,আবুল কালাম, হুমায়ুন প্রমুখ।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: