নন্দীগ্রামে চোখ ওঠা রোগের প্রকোপ বৃদ্ধি, ফার্মেসিতে মিলছে না ড্রপ

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২২, ০৩:৪১ পিএম

বগুড়ার নন্দীগ্রামে হঠাৎ করে বেড়ে গেছে চোখ ওঠা রোগীর সংখ্যা। এ রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ফার্মেসিগুলোতে সহজে মিলছেনা আই ড্রপ। প্রতিবছর ভাইরাসজনিত এ রোগে কিছু লোক আক্রান্ত হলেও এবার শরতে বেড়ে গেছে এ রোগের প্রকোপ। উপজেলার সব বয়সের মানুষের মধ্যে এ রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। এতে করে ওষুধের দোকানগুলোতে আই ড্রপের সংকট দেখা দিয়েছে।

পৌরসভার কলেজ পাড়ার কুবির চন্দ্র বলেন, মঙ্গলবার সকালে আমার ১০মাসের মেয়ের চোখ লাল দেখলাম। পরের দিন আমার পরিবারের ৪জন সদস্য সবাই চোখ ওঠা রোগে আক্রান্ত হই। শুধু আমার পরিবারে না, অনেকেই চোখ ওঠা সমস্যায় ভুগছে। ৫টি ওষুধের দোকান ঘুরে আমি একটা ড্রপ পেয়েছি।

নন্দীগ্রাম বাসস্ট্যান্ডের পিএম ফার্মেসির স্বত্বাধিকারী সবুজ কুমার জানান, সারাবছর চোখের ড্রপের চাহিদা খুব বেশি থাকেনা। এজন্য অল্প পরিমাণে এ ওষুধ দোকানে রাখা হয়। হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ার কারণে এ সংকট দেখা দিয়েছে। আবার ওষুধ কোম্পানিগুলো চাহিদা অনুযায়ী মাল দিতে পারছেনা।

নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.তোফাজ্জল হোসেন মন্ডল বলেন, এই রোগের নাম কনজাংটিভাইটিস। রোগটি মূলত ছোঁয়াচে। এ রোগ ভাইরাসের মাধ্যমে সংক্রমিত হয়। এ রোগে আক্রান্ত হলে বাড়িতে থাকাই ভালো। তবে বিশেষ প্রয়োজনে বাইরে গেলে চোখে কালো চশমা ব্যবহার করতে হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: