শিক্ষাপ্রতিষ্ঠানে করোনার প্রভাব পড়বে না: শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২২, ০৪:০৭ পিএম

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনার টিকাদানের সাফল্যে বিশ্বে বাংলাদেশের অবস্থান পঞ্চম। আমরা দেশের বেশির ভাগ মানুষকে এবং প্রায় সব শিক্ষার্থীকে টিকার আওতায় নিয়ে আসছি। শিক্ষা প্রতিষ্ঠানে করোনার প্রভাব পড়বে না। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২২ উপলক্ষে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, এখন ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদেরও টিকার আওতায় আনা হচ্ছে। করোনা রোগীর সংখ্যা একটু বাড়লেও শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের কোনো সমস্যা হবে না বলে আশা করছি। কারণ তাদের ইতিমধ্যেই টিকা দেওয়া হয়েছে এবং আমরা আশা করি যে তারা সুরক্ষিত থাকবে।

বৈঠকে উপস্থিত ছিলেন নৌ পুলিশের অতিরিক্ত আইজি মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, নৌ-পুলিশ সুপার মো: কামরুজ্জামান, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল প্রমুখ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: