প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

সুন্দরবনের অভয়ারণ্য থেকে ৫ জেলে আটক

   
প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, ১৩ অক্টোবর ২০২২

ছবি - প্রতিনিধি

জি এম মাছুম বিল্লাহ শ্যামনগর (সাতক্ষীরা) থেকে: পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সংরক্ষিত এলাকায় মাছ ধরার অপরাধে ৫ জেলেকে আটক করেছে বন বিভাগ। বুধবার (১২ই অক্টোবর) সন্ধ্যায় বনবিভাগের বিশেষ টিমের সদস্যরা সুন্দরবনের পুষ্পকাঠি অফিস সংলগ্ন মেঠের খাল থেকে তাদেরকে আটক করে।এসময় আটককৃতদের নিকট থেকে তিনটি নৌকা, জাল, ড্রাম, আহরণকৃত মাছ ও বৈঠা জব্দ করেন।

আটককৃত জেলেরা হলেন, উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা গ্রামের রুহুল কুদ্দুস মোড়লের ছেলে কামরুল ইসলাম, কামরুল ইসলামের ছেলে আল মামুন, মৃত ফজের আলীর ছেলে অজিয়ার রহমান, আমিন মোড়লের ছেলে আবুল কালাম মোড়ল ও কয়রা উপজেলা ঘড়িলাল গ্রামের নুর ইসলাম মোল্যার ছেলে আলগীর হোসেন।

মুন্সিগঞ্জ বন টহল ফাঁড়ীর ইনচার্জ মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে বুড়িগোয়ালিনী রেঞ্জ অফিসের বিশেষ টহল টিম এই অভিযান পরিচালনা করেন। এসময় অভয়ারণ্য থেকে ৫ জেলেকে আটক করে।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম.কে.এম ইকবাল হোসাইন চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংরক্ষিত এলাকায় মাছ ধরার অপরাধে ৫ জেলেকে আটক করা হয়েছে।আটক পরবর্তী আসামিদের (সিওআর) বিশেষ আইনে ৪লক্ষ টাকা জরিমানার মাধ্যমে মুক্তি দেওয়া হয়। বিশেষ টহল অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি।

আশরাফুল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: