ইবি’র আল-ফিকহ বিভাগের দুইদিন ব্যাপী সার্টিফিকেট কোর্স অনুষ্ঠিত

   
প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, ১৩ অক্টোবর ২০২২

ছবি - প্রতিনিধি

আবু হুরাইরা, ইবি থেকে: ইসলামী বিশ্ববিদ্যালয়ে আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগ এবং ইন্টারন্যাশনাল কমিটি অব দ্যা রেড ক্রস এর যৌথ উদ্যোগে দুইদিন ব্যাপী ‘ইসলামিক আইন ও আন্তর্জাতিক মানবাধিকার আইন’ শীর্ষক সার্টিফিকেট কোর্স অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর আইকিউএসির সভাকক্ষে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সভাপতি ড. মোহাম্মদ নাছির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও আইন অনুষদে ডিন অধ্যাপক ড. মোছা. সৈয়দা সিদ্দীকা।

দুইদিন ব্যাপি এ অনুষ্ঠানে আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, অধ্যাপক ড. জহুরুল ইসলাম, আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দীন, অধ্যাপক ড. আবুবকর মোহাম্মদ জাকারিয়া মজুমদার সহ বক্তারা বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠান শেষে সার্টিফিকেট বিতরণ করা হয়।

আশরাফুল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: