বিশ্বকাপের অত্যাশ্চর্য মুহূর্ত ‘হ্যান্ড অফ গড’ খ্যাত সেই ফুটবল নিলামে

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২২, ০৯:৫৪ পিএম

যখনই দিয়েগো ম্যারাডোনার নাম উচ্চারিত হয়, ইংল্যান্ডের বিপক্ষে তার বিতর্কিত গোলের মুহূর্তটি মনে আসে। ১৯৮৬ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছিল। ওই ম্যাচে দুটি গোল করেন ম্যারাডোনা। এর মধ্যে একটি ছিল বিতর্কিত।

হেড করার বদলে হাত দিয়ে গোল করলেন। আর্জেন্টিনার অধিনায়ক নিজেই পরে একে 'হ্যান্ড অফ গড' বলে অভিহিত করেন। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই ম্যাচের বলটি নিলামে উঠতে যাচ্ছে। বলের সম্ভাব্য মূল্য আনুমানিক ২-৩ মিলিয়ন ডলার। এখন পর্যন্ত এই বলটি ওই ম্যাচের রেফারির আলী বিন নাসেরের কাছে ছিল।

নিলাম সম্পর্কে রেফারি বলেন, এই বলটি ফুটবল ইতিহাসের একটি অংশ। বিশ্বের সাথে ভাগ করে নেওয়ার এখনই উপযুক্ত সময়। কাতার বিশ্বকাপের বিশেষ একটি ইভেন্টের অংশ হিসেবে ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে নিলাম। বিখ্যাত এই বল ক্রয়ের জন্য ক্রেতাদের ২৮ অক্টোবর থেকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। সূত্র - দ্য গার্ডিয়ান

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: