প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

গাজীপুরে ফিলিং স্টেশনের আগুন নিয়ন্ত্রণে, পাঁচজন দ্বগ্ধ

   
প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, ১৩ অক্টোবর ২০২২

ছবি - সংগৃহীত

গাজীপুর মহানগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ি এলাকায় একটি ফিলিং স্টেশনের সিলিন্ডারবাহী গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত ৮টার দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আবদুল্লাহ আল আরেফিন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ি এলাকায় ওয়াহেদ আলী ফিলিং স্টেশনে একটি সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানে আগুন লাগে। মুহূর্তেই আগুন ফিলিং স্টেশনে ছড়িয়ে পড়ে।

তিনি আরও জানানা, খবর পেয়ে টঙ্গীর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট অ্যাম্বুলেন্সসহ আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আশরাফুল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: